দিসপুর, ২৩ অক্টোবরঃ নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬-র বিরোধিতায় অসমে আজ ১২ ঘণ্টার বন্ধ। বনধে অংশ নিচ্ছে অন্তত ৪৬টি সংস্থা। জানা গিয়েছে, বনধের কথা আগেই ঘোষণা করেছিলেন কৃষক সংগ্রাম সমিতি (কেএমএসএস)-এর নেতা অখিল গগৈ। ৪৬টি সংস্থা ছাড়াও বনধে যোগ দিয়েছে অসম জাতীয়াবাদী যুব ছাত্র পরিষদ। অখিল গগৈয়ের বলেন, ‘অসমে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি দিয়েছিল অসমের গোষ্ঠী, জমি ও সংস্থাগুলি রক্ষা করা হবে। কিন্তু পরে প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে এবং বিভিন্ন সম্প্রদায়ের বিরুদ্ধে চক্রান্ত করছে।’ তার প্রতিবাদেই এই বন্ধ। গগৈয়ের আরও অভিযোগ, ‘নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে বিজেপি সরকার অসমে শুধুমাত্র হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দিতে চাইছে। মেঘালয়ও এই বিলের বিরোধিতা করছে। আমরা সর্বশক্তি দিয়ে এই বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছি।’ অপরদিকে, নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬-এর বিরোধিতায় ডাকা আজকের ১২ ঘণ্টার এই বনধকে কোনওভাবেই সমর্থন করা হবে না বলে জানিয়েছেন রাজ্যের অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OHeXsR
October 23, 2018 at 11:11AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন