রতলম (মধ্যপ্রদেশ), ৭ অক্টোবর ঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশযাত্রা নিয়ে প্রায়শই খোঁচা দেন বিরোধীরা। এবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিদেশযাত্রা নিয়ে পালটা খোঁচা দিলেন বিজেপি সভাপতি অমিত শা। শনিবার মধ্যপ্রদেশের রতলমে এক জনসভায় অমিত শা বলেন, তিনি মোদীর চেয়ে বেশি বিদেশ সফর করেছেন। মনমোহনকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, বিদেশ যাওয়ার আগে মনমোহন সিংয়ের হাতে সোনিয়া গান্ধী বক্তৃতা লেখা কাগজ ধরিয়ে দিতেন। মনমোহন বিদেশ গিয়ে সেই কাগজটাই পড়তেন। মোদীর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, হাজার হাজার মানুষ তাঁকে অভিনন্দন জানান। তারা আসলে ১২৫ কোটি ভারতীয়কেই ওইভাবে অভিনন্দন জানান। রতলমের জনসভায় অনুপ্রবেশকারীদের ফের একবার উইপোকার সঙ্গে তুলনা করেন অমিত। তিনি বলেন, আমরা প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ থেকে তাড়াব। আমাদের কাছে ভোট ব্যাংক নয়, দেশের সুরক্ষা সবার আগে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2pE8GPV
October 07, 2018 at 12:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন