কলম্বো, ২৭ অক্টোবরঃ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার রাজনৈতিক পটভূমিতে ঘটল এক নাটকীয় রদবদল। শরিকি অসন্তোষের কারণে প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংঘের ইউনাইটেড ন্যাশনাল পার্টির সঙ্গে জোট সরকার ছেড়ে বেরিয়ে আসেন। তারপরই বিক্রমাসিংঘেকে সরিয়ে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাক্ষেকে। নিয়োগ হওয়ার খানিক পরেই প্রধানমন্ত্রী পদে শপথ নেন তিনি। দেশের সংসদকেও এই ঘটনাপ্রবাহ সম্পর্কে অবহিত করে দেয় সিরিসেনার ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স।
২০১৫ সালে রাজাপাক্ষেকে ছেড়ে আলাদা দল করেন সিরিসেনা। ওই বছর সাধারণ নির্বাচনে রাজাপাক্ষেকে ক্ষমতাচ্যুত করে শ্রীলঙ্কার মসনদ দখল করে সিরিসেনা-বিক্রমাসিংঘের জোট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Poki88
October 27, 2018 at 01:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন