হিন্দুস্তান এরোনটিকসের ৮ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নয়াদিল্লি, ২৫ অক্টোবরঃ হিন্দুস্তান এরোনটিকস-এর আট আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করল সিবিআই। জানা গিয়েছে, তাঁদের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারি থেকে অগাস্টের মধ্যে পাঁচ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। ওই আটজনের পাশাপাশি আরও কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

সিবিআই-এর কাছে পাঠানো অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, কম্পানির ছ’মাসের অডিট রিপোর্ট অনুসারে উপযুক্ত কাগজপত্র ছাড়াই অভিযুক্তরা কিছু ঠিকাদারকে কয়েক কোটি টাকার পেমেন্ট পাইয়ে দিয়েছে। সংস্থার কোরাপুট ইঞ্জিন ডিভিশনের সিনিয়র ম্যানেজার (ফিনান্স) ভবেন মিত্র কোনও ওয়ার্ক অর্ডার ও বিল ছাড়াই সেই পেমেন্ট আপ্রুভও করেছেন। হিন্দুস্তান এরোনটিকস -এর ভিজিলেন্স ডিপার্টমেন্ট তদন্তে নেমে একটি পেন ড্রাইভ, মোবাইল ফোন, ডায়েরি, তিনটি মাস্টার ফাইল সহ আরও বেশ কিছু জানাস বাজেয়াপ্ত করেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PhlPNn

October 25, 2018 at 12:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top