বিশ্বনাথে এক টাকা-দুই টাকার কয়েন নিতে ভিক্ষুকদের অনিহা

images-1বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত। এ এলাকার বেশিরভাগ মানুষ প্রবাসে বসবাস করে আসছেন। প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে ভিক্ষুকের সংখ্যাও বেশি। তারা বিভিন্ন মার্কেটের সামনে কিংবা রাস্তার পাশে বসে থাকে। প্রবাসী কাউকে দেখা মাত্রই দূরে ছুটে যায় ভিক্ষুকরা। এতে অনেকেই বিরক্ত হলেও অনেকেই তাদের টাকা দিয়ে সাহায্য করেন। তবে বিশ্বনাথ এলাকার ভিক্ষুকদের চেয়ে অন্য থানার ভিক্ষুকরা বেশি। উপজেলা সদরের সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ভিক্ষুকদের আনাগোনা দেখা যায়। উপজেলার বিভিন্ন এলাকায় ভিক্ষুকরা ১ টাকা ও ২ টাকার কয়েন ভিক্ষা নিতে অনিহা প্রকাশ করছে। ফলে নিম্ন আয়ের মানুষ ভিক্ষুকদের ভিক্ষা দিতে গিয়ে চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দোকানিদের কয়েন নিতে অনাগ্রহ, সংরক্ষণ ও বহনে অসুবিধা হওয়ায় এ সমস্যা সৃষ্টি হচ্ছে বলে অনেকেই জানান।

অনুসন্ধানে দেখা গেছে, উপজেলার হাট বাজারে ১ টাকা কিংবা ২ টাকার কয়েন তেমন একটা লেনদেন হয় না। তাছাড়া হাট বাজারে ১ টাকা কিংবা ২ টাকা মূল্যের তেমন কোনো দ্রব্যদিও পাওয়া যায় না। সে কারণে অনেক আগে থেকেই ভিক্ষুকরা ১ টাকার পরিবর্তে ২ টাকার কয়েন ভিক্ষা নিয়ে আসছিলেন। কিন্তু ইদানিং ২ টাকার কয়েন নিতেও ভিক্ষুকরা অনিহা প্রকাশ করছেন। তারা বর্তমানে ৫ টাকা ভিক্ষা দাবি করছেন।

উপজেলার সদরের পুরান বাজার ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিদিন ৮/১০ জন ভিক্ষুক ভিক্ষা নিতে আসে। এদের অধিকাংশই ২ টাকার কয়েন ভিক্ষা নিতে অনিহা প্রকাশ করেছে। পরে অবশ্য আমি ৫ টাকা করে ভিক্ষা দিয়েছি।

ভিক্ষুক সাদেক আলী বলেন, হাটবাজারে কিছু কিনতে গেলে দোকানদার এই কয়েন পয়সা নিতে চায় না। এমনকি ১ টাকা ২ টাকার কয়েনে তেমন কিছু কিনতেও পারা যায় না। তাই আমরা ভিক্ষা হিসেবে ৫ টাকা দাবি করি। তবে অনেক দেন, আবার অনেকে দেন না।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2pJ2TZe

October 09, 2018 at 07:44PM
09 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top