লখনউ, ১৯ অক্টোবরঃ এবার প্রতিটি স্কুলে বসানো হবে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেসিন। আগ্রার ২৬টি স্কুলের ছাত্রীরা পেতে চলেছে সুবিধাটি। ‘Niine’ এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অমর তুলসীয়ান মেসিনগুলি ছাত্রীদের উপহার দেন। পিডিয়স সংক্রান্ত সর্তকতার জন্য তিনি এই বিশেষ উদ্যোগটি নিয়েছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুলে পৌঁছে গিয়েছে মেশিনগুলি।
তালিকায় রয়েছে সিকান্দ্রা এর হোলি পাবলিক স্কুল, শাস্ত্রীপুরমের সাচদেভা মিলেনিয়াম স্কুল, বিজয় নগরের আগ্রা পাবলিক স্কুল, বালকেশ্বরের অ্যন্ড্রু পাবলিক স্কুল সহ বেশ কয়েকটি স্কুল। মিড-টার্ম পরীক্ষাপর্ব শেষ হলেই স্কুলে বসানো হবে মেসিনগুলি। সংবাদ সংস্থাকে ‘Niine’এর সিইও জানান, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকটিকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে পণ্যদ্রব্যগুলি।
বারাণসী, এলাহাবাদ সহ রাজ্যের ছোট ছোট শহরগুলিতে দেওয়া হবে আরও ২০ টি মেসিন। পাশাপাশি দেওয়া হবে মেনস্ট্রুয়াল হাইজিন টুল কিটও।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2CqjJ70
October 19, 2018 at 12:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন