বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া (বিন্দাটেক) গ্রামের মৃত আহমদ আলী উরফে শাবাল শাহ বাড়িতে ওরুসের নামে অসামাজিক কর্মকান্ড বন্ধের দাবিতে এলাকার ৬টি মাদ্রাসার পক্ষ হতে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২অক্টোবর) উপজেলার জামেয়া ইসলামিয়া মারকাজুল উলূম মাদ্রাসা, জামিয়া ইসলামিয়া লুৎফাবাদ মাদ্রাসা, বৈরগী বাজার আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা, দারুল হিকমাহ একাডেমী ও এতিম খানা, জামিয়া ইসলামিয়া দারুস্সুন্নাহ আমতৈল মাদ্রাসা ও রামপাশা হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার পক্ষ হতে এই স্মারকলিপিগুলো প্রদান করা হয়।
৬টি পৃথক স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে- নওধার পূর্বপাড়া (বিন্দাটেক) গ্রামের মৃত আহমদ আলী উরফে শাবাল শাহ বাড়িতে তার পুত্র ও স্বজনেরা দীর্ঘদিন ধরে প্রতি বৃহস্পতিবারে ওরুসের নামে অসামাজিক কর্মকান্ড চালিয়ে আসছেন। শাবাল শাহর মৃত্যুর পর তার পুত্র আশিক নুর ও একই গ্রামের সুহেল আহমদ গংদের নেতৃত্বে একটি বাহিনী তৈরী করে ঐ বাড়িতে ওরুসের নামে প্রতি বৃহস্পতিবার রাতে দুর-দুরান্ত থেকে কম বয়সী ছেলে মেয়ে ও নেশাগ্রস্থ লোকজন জড়ো করে নাচ-গানের আসর বসিয়ে ইয়াবা, মদ, গাঁজা, হেরোইন সহ যাবতীয় মাদক বেচা কেনা এবং সেবন করে আসছেন। এখানে নারীরাও পাষবিকতার শিকার হচ্ছেন। এলাকার কেউ এসব কর্মকান্ডে বাধা দিলে তাকে নানা ভাবে হয়রানী ও হুমকি প্রদান করা হয়। বিশেষ করে এই অসামাজিক কর্মকান্ডে এলাকার স্কুল, কলেজের ছাত্ররা জড়িত হয়ে ধীরে ধীরে নেশাগ্রস্থ হয়ে পড়ছে এবং সমাজ অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। তাই ওরুসের নামে পরিচালিত অসামাজিক কর্মকান্ড র্নিমূল ও হুতাদের আইনের আওতায় নিয়ে আসতে স্মারকলিপিগুলোতে আবেদন জানানো হয়।
স্মারকলিপির অনুলিপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি, ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2DRIwmz
October 03, 2018 at 12:54AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন