নিলাক্কল, ১৮ অক্টোবরঃ সবরীমালা মন্দিরে সব বয়সি মহিলাদের প্রবেশাধিকারের বিরুদ্ধে কেরালায় ১২ ঘণ্টার বন্ধ পালন করছে সবরীমালা প্রোটেকশন কমিটি। সুপ্রিম কোর্টের রায়ের পর গতকাল প্রথমবার খোলা হয় সবরীমালা মন্দির। তারপর থেকে দিনভর অশান্তির জেরে নীলাক্কল, পাম্বা, সান্নিধানাম, এলাভুনগালে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় মন্দির সংলগ্ন এলাকায়।
মনাদির খোলার পর দুই মহিলা মন্দিরে প্রবেশের জন্য রওনা দেয়। কিন্তু, বাধা পেয়ে মাঝপথ থেকেই ফিরে যেতে হয় তাদের। ভাঙচুর চালানো হয় বেশ কয়েকটি বাসে। অভিযোগ, বাসে তল্লাশি চালিয়ে মহিলাদের ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়। খবর সংগ্রহে গিয়ে হেনস্থার শিকার হন মহিলা সাংবাদিকরাও। নীলাক্কল বেস ক্যাম্পের কাছে সংবাদমাধ্যমের গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়ারও অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। বিক্ষোভকারীদের হটাতে লাঠি চালায় পুলিশ।
ঋতুমতী মহিলারাও সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবে বলে কয়েকদিন আগে রায় দেয় সুপ্রিম কোর্ট। ১০০ বছর ধরে সেখানে তাদের প্রবেশাধিকার ছিল না। গতকাল মন্দিরের দরজা খুললেও শুধু ৫০ বছরের বেশি বয়সের মহিলারাই সেখানে ঢুকতে পেরেছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2OyaVDa
October 18, 2018 at 11:18AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন