চট্টগ্রাম, ০১ অক্টোবর- বাংলাদেশ যুবারা অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে পাকিস্তানে বিপক্ষে রোমাঞ্চকর এক জয় পেয়েছে। নিজেদের বাঁচা-মরার ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারায় লাল-সবুজরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক তৌহিদ হৃদয়। টাইগার বোলারদের দাপটে ৪৫.২ ওভার খেলে সবকয়টি উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৮৭। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওয়াকার আহমেদ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। এছাড়া শরিফুল ২টি উইকেট নেন। অন্যদিকে ১৮৭ রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৪২ রানে মাথায় হারায় ৩ উইকেট। তবে চতুর্থ উইকেট ৯৭ রানের জুটি বেঁধে জয়ের ভিত গড়ে দেন শামিম, নাবিল। অবশেষে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভালোভাবেই টিকে রইল বাংলাদেশ। গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আগামীকাল হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। তথ্যসূত্র: বিডি প্রতিদিন একে/০৭:২২/০১ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Iy7Vk8
October 02, 2018 at 01:20AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top