কলকাতা, ২২ অক্টোবরঃ নদী ও সমুদ্রের দূষণ রোধে সরকারি নির্দেশে নেমেছিল উপকূলরক্ষী বাহিনী। এবার দূষণ রোধের সেই কাজে শামিল হল ভারতীয় সেনাবাহিনী। জানা গিয়েছে, সমুদ্রদূষণ রোধ এবং সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষার দাবিকে সামনে রেখে হলদিয়া থেকে ৩৮৫০ নটিক্যাল মাইল সমুদ্র অভিযানে নামলেন ভারতীয় সেনারা।
রবিবার হলদিয়া উপকূল রক্ষীবাহিনীর বন্দর থেকে ৩০ জন অফিসার, ২০ জন সহযোগী, ৫ জন মহিলা-সহ নাবিকদের নিয়ে ‘বাভারিয়া’ নামের একটি সামুদ্রিক বোট পাড়ি দেয় পোরবন্দরের উদ্দেশে। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পরমজিৎ সিং পতাকা নেড়ে এই সমুদ্র অভিযানের সূচনা করেন। ‘ভারতীয় নৌ-বাহিনী ও উপকূল রক্ষীবাহিনীকে সঙ্গে নিয়ে ভারতীয় সেনাবাহিনী সমুদ্র দূষণ এবং সমুদ্র নিরাপত্তার জন্য এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।
ছবিঃ সংগৃহীত
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NXYv2b
October 22, 2018 at 02:59PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন