চট্রগ্রাম, ২৫ অক্টোবর- বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ আগে থাকতেই হেরে বসেছে জিম্বাবুয়ে। আর এই হারের জন্য তামিম ইকবালের অনুপস্থিতিতে দলে ফেরা ওপেনার ইমরুল কায়েসকে দায়ী করছেন সফরকারী দলের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা! দ্বিতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলন তিনি বলেন, আমরা আগেই বুঝেছিলাম সাকিব ও তামিমের জায়গায় যারা খেলবে তারা নিজেদের সেরাটা ঢেলে দেবে। আমার মতে ইমরুল অসাধারণ খেলেছে। দুটি ম্যাচেই আমাদের স্রেফ শেষ করে দিয়েছে সে। জিম্বাবুয়ের অধিনায়ক অবশ্য মিথ্যা কিছু বলেনি। প্রথম ম্যাচে দলের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যেও ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ইমরুল কায়েস। প্রতিপক্ষকে বলতে গেলে একাই হারিয়ে দেন তিনি। আর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদশের জয়ে এককভাবে প্রভাব বিস্তার না করতে পারলেও ক্রিজে থেকে তার ঠাণ্ডা মাথার ৯০ রানের ইনিংসটাই বাংলােদেশের জয়টা সহজ করে দেয়। ম্যাচ হারের পেছনের কারণ সম্পর্কে মাসাকাদজার ভাষ্য, আমি দলের সবাইকে বলছিলাম বড় খেলার কথা। সেভাবে আমরা শুরুও পেয়েছিলাম কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। এছাড়া আমরা বল হাতেও আর্লি ব্রেকথ্রু পাইনি। তথ্যসূত্র: বিডি প্রতিদিন আরএস/ ২৫ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OQfjO8
October 25, 2018 at 09:34PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন