দুবাই, ১০ অক্টোবর- রানের পাহাড় টপকাতে নেমে শুরুটা যেমন দরকার ছিলো তেমনটাই হয়েছিলো অস্ট্রেলিয়ার। তবে এরপরই আবার পাকিস্তানি পেসার মোহাম্মাদ আব্বাসের বোলিং তোপে বিধ্বস্ত হয়ে যায় দলটির টপ অর্ডার। পরপর ৩টি উইকেট তুলে নিয়েছেন আব্বাস। চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১৩৬ রান। জয়ের জন্য বৃহস্পতিবার শেষ দিকে করতে হবে আরো ৩২৭ রান, অথবা ড্র করতে চাইলে ব্যাটিং করে কাটিয়ে দিতে হবে পুরো তিনটি সেশন, হাতে আছে ৭ উইকেট। বুধবার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৮১ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ফলে ম্যাচ জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাড়ায় ৪৬২ রান। এই পাহাড় টপকাতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার ওসমান খাজা ও অ্যারন ফিঞ্চ উদ্বোধনী জুটিতে তোলেন ৮৭ রান। ইনিংসের ৩০তম ওভারে অ্যারন ফিঞ্চকে এলবিডব্লিউ করে আব্বাস। ৯৯ বলে ৪৯ রান করেছেন ফিঞ্চ। এক বল পরেই উইকেটের পেছনে ক্যাচ দেন নতুন ব্যাটসম্যান মিচেল মার্শ। ছোট ভাই শূন্য রানে আউট হওয়ার পর ক্রিজে আসেন শন মার্শ; কিন্তু দলের হয়ে হাল ধরতে পারেননি তিনি। আব্বাসের পরের ওভারেই শনও ফিরে গেছেন শূন্য রানে। তিনিও এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন। অর্থাৎ দলীয় ৮৭ রানে প্রথম উইকেট হারানো অস্ট্রেলিয় সেই একই রানেই হারায় দ্বিতীয় ও তৃতীয় উইকেট। তবে চতুর্থ উইকেটে আবার লড়াইয়ে ফেরার আভাস দিয়েছে দলটির ব্যাটসম্যানরা। ট্রেভিস হেড ক্রিজে এসে ওসমান খাজার সাথে দিনের বাকি সময়টুকু নির্বিঘ্নে পার করেছেন। দুজনে গড়েছেন ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটি। ওপেনার ওসমান খাজা তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। অপরাজিত আছেন ৫০ রানে, অন্য প্রান্তে হেডের সংগ্রহ ৩৪ রান। এখন পর্যন্ত এই টেস্টে পাকিস্তানই আছে সুবিধাজনক অবস্থানে। শেষ দিনে টেস্ট ক্রিকেটে ৩২৭ রান তোলা খুবই কঠিন। দুবাইয়ের পিচ এমনিতেই স্পিন সহায়ক, তার ওপর পাঁচদিনের ব্যবহৃত পিচ হয়ে উঠবে ব্যাটসম্যানদের জন্য আরো কঠিন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া বেলাল আসিফ হয়ে উঠতে পারেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই শেষ দিনে ম্যাচ ড্র করার উদ্দেশ্য নিয়েও যদি অস্ট্রেলিয়া খেলতে শুরু করে সেটিও কঠিন হয়ে উঠবে তাদের জন্য। এই টেস্টে ইতিহাস দাড়িয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। চতুর্থ ইনিংসে এত বড় স্কোর তাড়া করে জেতার রেকর্ড নেই। সর্বোচ্চ ৪১২ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে ওয়েস্ট ইন্ডিজের, তা এই অস্ট্রেলিয়ারই বিপক্ষে। এর আগে মঙ্গলবারের ৩ উইকেটে ৪৫ রান নিয়ে আজ সকালে ব্যাট করতে নামে পাকিস্তান। অর্ধশত থেকে ২ রান দুরে থাকতেই সাজঘরে ফিরেন ইমাম-উল-হক। পরে বাবর আজম ও আসাদ শফিক দলকে এগিয়ে নেয়। দলীয় ১৮১ রানে এ জুটির ভাঙন ধরলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে জন হল্যান্ড সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন। স্কোর: পাকিস্তান ৪৮২ ও ১৮১/৬ ডি. অস্ট্রেলিয়া ২০২ ও ১৩৬/৩ এমএ/ ১১:৪৪/ ১০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2IPBxJR
October 11, 2018 at 05:59AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন