মুম্বাই, ২৭ অক্টোবর- জন্ম হওয়া থেকে আজ পর্যন্ত, শিশুটি কী করছে, কোথায় যাচ্ছে, কী পরছে, কী খাচ্ছে লাগাতার সবই প্রকাশিত হয়ে চলেছে সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় গণমাধ্যম এবেলা পত্রিকার খবরে বলা হয়, মাস দুয়েক পরেই দ্বিতীয় জন্মদিন সেলিব্রেট করবে ছোট্ট নবাব তৈমুর আলি খান পাতৌদির কিন্তু, ক্যামেরা দেখলে এখন থেকেই সে পোজ দিতে শিখে গিয়েছে। স্বাভাবিক ভাবেই চিন্তিত তার মা-বাবা, কারিনা ও সাইফ আলি। মিডিয়া ও পাপারাজ্জিদের কাছে খান দম্পতি অনুরোধ করেছেন, তৈমুরের ছবি যেন আর না তোলেন তারা। কারিনা-সাইফের বাড়ির বাইরে তারা আর যেন দাঁড়িয়ে না থাকেন। সাইফ-কারিনা চান, অন্যান্য শিশুর মতো তৈমুর একটি স্বাভাবিক শৈশব কাটাক। এক বিনোদন মাধ্যমকে সাইফ আলি খান জানিয়েছেন যে, তৈমুরের এখন যা বয়স তাতে সে আস্তে আস্তে বুঝতে শিখছে। ফলে তাকে নিয়ে পাপারাজ্জিদের এই উচ্ছাস আগামীতে ক্ষতি করতে পারে তার শিশু মনের। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ২৭ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Oce0DQ
October 27, 2018 at 11:55PM
27 Oct 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top