মিডিয়ায় পরীমনির অভিনয়ের শুরুটা হয়েছিল নাটকে অভিনয়ের মাধ্যমে। এরপর সিনেমায় এসে তাক লাগিয়ে দিয়েছেন। তবে সফলতা দিয়ে নয়, প্রথম ছবি মুক্তির আগেই ডজনখানেক ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে। এরপর তার অভিনীত অনেক ছবিই মুক্তি পায়। কিন্তু সফলতা অধরাই রয়ে যায়। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল ছবিও তাকে সফলতা এনে দিতে পারেনি। তাই সিনেমায় এখন আর নেই বললেই চলে। শেষতক নাটকেই ফিরলেন পরী। ইন্টারনেটভিত্তিক একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে নিজের জন্মদিনে বিশেষ চমক হিসেবে সবাইকে এ নাটকে অভিনয়ের কথা জানান পরী। আট পর্বের ধারাবাহিক এ নাটকের নাম শেষের কবিতা। রবীন্দ্রনাথের উপন্যাস এটি। এ উপন্যাসের লাবনী চরিত্রে দেখা যাবে তাকে। ধারাবাহিকটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। এ নাটকে অভিনয় প্রসঙ্গে গণমাধ্যমকে পরী জানান, এ পর্যন্ত উপন্যাসটি চারবার পড়েছি। ছোটবেলায় একবার পড়েছিলাম। তখন ভালোভাবে বুঝিনি। পরে যতবারই পড়েছি, ততবারই আরেকবার পড়ার লোভ হয়েছে। এরপর থেকে স্বপ্ন দেখতাম লাবণ্য চরিত্রে অভিনয় করার। ধারাবাহিক এ নাটকটি ভারতভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম আড্ডা টাইমস-এ প্রকাশ হবে বলে জানা গেছে। আগামী ১ ডিসেম্বর এ নাটকের শুটিং শুরু হবে এবং ২০১৯ সালের ভালোবাসা দিবসে এটি প্রচারে আসবে বলে জানা গেছে। সূত্র: যুগান্তর এমএ/ ০১:২২/ ২৮ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2ELeh1m
October 28, 2018 at 07:33AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন