বর্তমান ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো ১০০ মিলিয়ন ইউরোতে স্প্যানিশ জায়ান্ট ক্লাব ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার পর থেকে আলোচনা-সমালোচনার শেষ নেই। এরই মধ্যে নতুন গুঞ্জন- রোনালদোর জন্য জুভেন্টাস দল থেকে বিদায় নিতে হয়েছে গঞ্জালো হিগুয়েনকে। জুভেন্টাসে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদোকে পেয়ে দিবালা, মানজুকিচ, কস্তা, হিগুয়েনের দল আরও শক্তিশালী হয়ে উঠল। কিন্তু এই আক্রমণভাগ নিয়ে আলোচনার আগেই নতুন খবর হিসেবে সামনে আসে হিগুয়েনকে প্রতিদ্বন্দ্বী ক্লাব এসি মিলানে ধারে পাঠিয়ে দিচ্ছে জুভেন্টাস! দুই বছর আগে রেকর্ড ৯০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে আসেন হিগুয়েন। তবে অর্থের পুরোটা ওঠেনি ক্লাবের। সাদা-কালো জার্সিতে খুব একটা নিজেকে মেলে ধরতে পারেননি এই আর্জেন্টাইন। ক্লাবের হয়ে ৭৩ ম্যাচ খেলে মাত্র ৪০ গোল করেন তিনি। কিন্তু রোনালদোকে দলে টানায় হিগুয়েনের খরচ সামলে উঠতে না পারার কারণে হিগুয়েনকে অন্য ক্লাবকে দিয়ে দেওয়ার পরিকল্পনা। ক্লাবের এমন সিদ্ধান্তে বেশ নাখোশ হয়ে আছেন এই আর্জেন্টাইন। তবে ক্লাবের প্রতি ভালোবাসাটা প্রকাশে কার্পন্য করেননি। বলেন, এখনো ক্লাবের প্রতি ভালোবাসা আছে আমার। কারণ ওরা আমার সঙ্গে ভালো আচরণ করেছে। সতীর্থ, সমর্থকেরা সব সময় ভালোবেসেছে। কিন্তু আমি যেতে চাইনি। সবাই বলে, ওরা আমাকে বের করে দিয়েছে। আমি জানতাম সম্পর্কে (ক্লাবের সঙ্গে) ভাঙন দেখা দিয়েছে এবং এরপর তারা রোনালদোকে নিল। ক্লাব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আমি নিইনি। জুভেন্টাস ছাড়া প্রসঙ্গে হিগুয়েইন বলেন, আমি জুভেন্টাসের জন্য সর্বোচ্চ করেছি। বেশ কয়েকটি শিরোপা জিতেছি। ক্রিস্টিয়ানো আসার পর ক্লাব চেয়েছিল মান বাড়াতে এবং আমাকে বলা হলো আমি আর এখানে থাকতে পারব না। এবং তারা এর সেরা সমাধান খুঁজছে। সেরা সমাধান বের হলো, মিলান। সূত্র: বাংলাদেশ প্রতিদিন আর/১২:১৪/২০ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2EzAqj2
October 20, 2018 at 06:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন