আইএসের হাতে পণবন্দি ৭০০ মানুষ, জানালেন পুতিন

মস্কো, ১৯ অক্টোবরঃ ৭০০ জনকে পনবন্দি করে রেখেছে আইএস জঙ্গিরা। এমনটাই জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিরিয়ার একাংশে বন্দি করে রাখা হয়েছে তাদের। তিনি দাবি করেন, তাদের মধ্যে কয়েকজনকে হত্যা করা হয়েছে। রাশিয়ার সোচিতে এক সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেন তিনি। তিনি আরও জানিয়েছেন যে, এই বন্দিদের মধ্যে মূলত ইউরোপিয়ান এবং আমেরিকানই রয়েছে। তাঁর দাবি, আইসিস বেশকিছু শর্ত আরোপ করেছে। এই সব শর্ত না মানলে রোজ ১০ জন করে বন্দিকে হত্যা করা হবে বলে নাকি আইসিস হুমকি দিয়েছে।

গোটা ঘটনার জন্য আমেরিকাকেই দায়ী করছেন পুতিন। সিরিয়ায় গত কয়েক বছর ধরে যে গৃহযুদ্ধ চলছে তাতে ২০১৫ সাল থেকে অংশ নিয়েছে রাশিয়া। সরকারি বাহিনীর হয়ে রাশিয়ান আর্মি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সমানে আক্রমণ হানছে। এই মুহূর্তে ৩০০ রাশিয়ান ট্রুপ সিরিয়ার বুকে হয়ে চলা যুদ্ধে অংশ নিয়েছে।

অন্তত ১৩০টি পরিবারকে আইসিস বন্দি বানিয়ে হাজিন শহরে রেখেছে বলে জানা গিয়েছে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Aj39EJ

October 19, 2018 at 11:42AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top