ছেলের মৃত্যুর সঠিক তদন্ত পেতে ধর্ম পরিবর্তন মুসলিম পরিবারের

লখনউ, ৩ অক্টোবরঃ ছেলের রহস্যজনক মৃত্যুর তদন্তে পুলিশের পেশ করা রিপোর্টে খুশি নয় পরিবার। রিপোর্টে এই মৃত্যুকে আত্মহত্যার নাম দেয় পুলিশ। তাই পুলিশি রিপোর্টে অখুশি মুসলিম ধর্মালম্বী এই পরিবার সিদ্ধান্ত নিল ধর্ম পরিবর্তনের। উত্তরপ্রদেশের বাঘপাত জেলার ছাপরাউলি পুলিশ স্টেশনের অন্তর্গত বদরাখা গ্রামের ঘটনা।

সেই গ্রামের বাসিন্দা আখতার সোমবার তাঁর পরিবারের ১২ জন সদস্যকে নিয়ে জেলা-প্রশাসকের কাছে ধর্ম পরিবর্তনের হলফনামা দিয়েছে। সেই হলফনামায় স্পষ্ট যে, তাঁরা সকলেই স্বেচ্ছায় তাঁদের ধর্ম পরিবর্তন করেছেন। বাঘপাতের জেলা শাসক ঋষিরেন্দ্র কুমার নিশ্চিত করে জানিয়েছেন যে, কয়েক মাস আগেই ওই ব্যক্তির ছেলের মৃত্যু হয়। ছেলের মৃত্যুতে পুলিশি তদন্ত নিয়ে মোটেও খুশি ছিলেন না তিনি। তাই আখতার সহ গোটা পরিবারই নিজেদের ধর্ম পরিবর্তন করে। রাজ্যের যুব হিন্দু বাহিনীর প্রধান শৌকেন্দ্র খোকার জানান, মঙ্গলবার ওই মুসলিম পরিবার যজ্ঞের মাধ্যমে নিজেদের নাম বদল করেছেন।
জানা গিয়েছে, আখতারের ছেলে গুলসনকে কেউ বা কারা খুন করে সেটাকে আত্মহত্যার নাম দিয়ে গাছে মৃতদেহ ঝুলিয়ে দেয়। পুলিশের কাছে পরিবার আবেদনও জানায় যে তদন্তের মোড় যাতে অন্যদিকে না ঘোরানা হয়। কিন্তু পুলিশ এই ঘটনাকে আত্মহত্যার নাম দিয়ে তদন্ত বন্ধ করে দেয়। আখতার তাঁর নিজের সম্প্রদায়ের লোকের কাছে এ সংক্রান্ত সাহায্য চাইলে কেউ কোনো সাহায্য করতে রাজি হয় না আখতারকে। বাঘপাতের জেলা শাসক জানিয়েয়েছেন, আখতারের ছেলের মৃত্যু তদন্ত এসপি নিজে দেখছেন।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2NZajGp

October 03, 2018 at 01:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top