প্যারিস, ১২ অক্টোবর- বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে পরিসংখ্যান পক্ষে ছিল না। খেলাও প্রতিপক্ষের মাঠে। সবকিছুকে পেছনে ফেলে দুই গোলে এগিয়ে ইতিহাস গড়ার পথে ছিল আইসল্যান্ড। কিন্তু কিলিয়ান এমবাপের শেষ সময়ের গোলে তাদের হৃদয় ভেঙে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফরাসিরা। ফ্রান্সের মাঠে বৃহস্পতিবার প্রীতি ম্যাচটি ২-২ ড্র হয়। এ ড্রয়ে আইসল্যান্ডের কাছে অজেয় থাকল ফ্রান্স। আগের ১২ দেখায় ফরাসিদের জয় নয়টি। বাকি তিন ম্যাচ ড্র। প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও আইসল্যান্ডের রক্ষণে কাঁপন তুলতে পারেনি ফ্রান্স। উল্টো ৩০তম মিনিটে এগিয়ে যায় আইসল্যান্ড। আলফ্রেদ ফিনবোগাসনের বাড়ানো বল নিখুঁত প্লেসিং শটে ঠিকানায় পৌঁছে দেন বিরকির বিয়ারনাসন। ৩৪তম মিনিটে ফ্রান্সের ব্লেইস মাতুইদি গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন। এরপর বিপজ্জনক জায়গা থেকে অঁতোয়ান গ্রিজমানের ফ্রি-কিক ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়। ৩৮তম মিনিটে ফ্রান্সের গোলরক্ষক উগো লরিসের দৃঢ়তায় ব্যবধান দ্বিগুণ হয়নি। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়ে বিশ্বচ্যাম্পিয়নদের কোণঠাসা করে ফেলে গত বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে ড্র করা আইসল্যান্ড। ৫৮তম মিনিটে গিলফি সিগুর্দসনের কর্নারে কারি আরনাসনের হেড ক্রসবারের ভেতরের কোণায় লেগে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধে এমবাপে একাধিক সুযোগ পেলেও প্রতিপক্ষের রক্ষণ দেয়াল টপকাতে পারেননি। আগের টানা চার ম্যাচ হেরে আসা আইসল্যান্ডের ডিফেন্ডাররা দারুণভাবে ফিরিয়ে দেন পিএসজির এই ফরোয়ার্ডের সব আক্রমণ। ৮৫তম মিনিটে এমবাপের শট গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে সামনে থাকা আইসল্যান্ডের ইয়োলফসনের বুকে লেগে জালে জড়ালে ম্যাচে ফেরে ফ্রান্স। পাঁচ মিনিট পর ডি-বক্সের মধ্যে সিগথোরসনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সমতা ফেরান এমবাপে। ওয়েলসকে তাদেরই মাঠে ৪-১ গোলে হারিয়েছে স্পেন। আরেক প্রীতি ম্যাচে ইরাককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর উয়েফা নেশন্স লিগে পোল্যান্ডের মাঠে ৩-২ গোলে জিতেছে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়া খেলতে নামা পর্তুগাল। সূত্র: বিডিনিউজ২৪ আর/০৮:১৪/১২ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2pNJuq3
October 12, 2018 at 02:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top