ঢাকা, ১৪ অক্টোবর- ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিল। অনেকদিন সিনেমাতে ছিলেন না। ব্যবসা ও পারিবারিক কাজে ব্যস্ত সময় পার করেছেন। মন দিয়েছিলেন ধর্মকর্মেও। তবে নিরবতা ভেঙ্গে আবারও ফিরছেন তিনি দিন - দ্য ডে নামের নতুন সিনেমা দিয়ে। নিজেকে তৈরি করতে শারীরিক ব্যায়াম, মারপিটের রিহার্সালও করছেন অনন্ত। জানা গেছে, প্রায় বিশ কোটি টাকা বাজেটের এই ছবিটি নির্মিত হবে যৌথ প্রযোজনায়। অনন্তর সঙ্গে এর প্রযোজনায় থাকছে ইরানি সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান ফারাবি সিনেমা ফাউন্ডেশন। এরইমধ্যে শেষ হয়েছে চিত্রনাট্যের কাজ। নতুন করে জানা গেল, শিগগিরই শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং। চলছে এখন শিল্পী নির্বাচন। অনন্ত জানিয়েছিলেন, বাংলাদেশ ও ইরানের তারকা শিল্পীরা কাজ করবেন এই সিনেমায়। বাংলাদেশ থেকে থাকছেন অনন্ত ও বর্ষা। থাকবেন, অনন্তর আয়োজনে টেলেন্ট হান্টের শিল্পীরাও। এদিকে ইরানের শিল্পী নির্বাচন করতে গতকাল শনিবার সকালে দেশ ছেড়েছেন এই নায়ক। সঙ্গে নিয়ে গেছেন চিত্রনাট্য। ইরানের প্রযোজকের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করবেন শিল্পী তালিকা। অনন্ত জানান, আনুমানিক তিনদিনের জন্য এই সফর। তিনি বলেন, ঢাকায় ফিরেই বিস্তারিত জানাবো সংবাদ সম্মেলনে। খুব দ্রুতই শুটিং শুরু করতে চাই। আমাদের প্রস্তুতি সব শেষের দিকে। আশা করছি জমজমাট একটি মুভি উপহার দিতে পারবো দর্শকদের। ইসলামিক ভাবনায় নির্মিত হবে দিন- দ্য ডে ছবিটি। সন্ত্রাস, অপপ্রচারকে ঘিরে ইসলাম নিয়ে মানুষের নেতিবাচক ধারণাকে বদলে দেবে এই চলচ্চিত্রটি। ইরানের এই সফরে নিশ্চিত হবে চলচ্চিত্রটির পরিচালকের নাম। আর এই ছবির চিত্রনাট্য লিখেছেন জনপ্রিউ নির্মাতা ও চিত্রনাট্যকার ছটকু আহমেদ। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/ ১৩ অক্টোবর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2QRT07n
October 14, 2018 at 09:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top