নয়াদিল্লি, ৪ অক্টোবরঃ টানা ১১ বার দেশের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। ফোর্বস-এর রিপোর্ট অনুযায়ী, মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৪৭.৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩৪ হাজার কোটি টাকা।
দ্বিতীয় স্থানে রয়েছেন উইপ্রো-র আজিম প্রেমজি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। ১৩.৩ হাজার কোটি সম্পত্তি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন মিত্তল গোষ্ঠীর চেয়ারম্যান লক্ষ্মী মিত্তল। ১৩ হাজার কোটি সম্পত্তি নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন হিন্দুজা ভাইদের মধ্যে অশোক, গোপীচাঁদ, প্রকাশ এবং শ্রীচাঁদ।
সাপুরজি-পালনজি গোষ্ঠীর পালনজি মিস্ত্রি রয়েছেন পঞ্চম স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১১ হাজার কোটি টাকা। ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে রয়েছেন, এইচসিএল টেকনলজির সহ-প্রতিষ্ঠাতা শিব নাদার(১০ হাজার কোটি টাকা) এবং গোদরেজ পরিবার। অষ্টম স্থানে রয়েছেন সান ফার্মাসিউটিক্যাল্স-এর দিলীপ সাংভি। নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে বিরলা গ্রুপের চেয়ারম্যান কুমার বিরলা ও আদানি গ্রুপের গৌতম আদানি। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৯ হাজার কোটি টাকা ও ৮.৭৩ হাজার কোটি টাকা।
তালিকায় পেটিম-এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মার নামও উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zS7DSl
October 04, 2018 at 10:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন