এফআইআর প্রত্যাহারের দাবিতে দিল্লি হাইকোর্টে সিবিআই স্পেশাল ডিরেক্টর

নয়াদিল্লি, ২৩ অক্টোবরঃ এফআইআর প্রত্যাহার করার জন্য দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। তাঁর হয়ে সওয়াল করতে উপস্থিত ছিলেন বর্ষীয়ান আইনজীবী অমরেন্দ্র শরণ।
আস্থানা মঙ্গলবার আর্জি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যেন কোনও দমনমূলক পদক্ষেপ না করা হয়। প্রধান বিচারপতি রাজেন্দ্র মেননের এজলাসে এই আবেদন পেশ করা হয়। প্রধান বিচারপতির নির্দেশে বিষয়টি হাইকোর্টের বিচারপতি ওয়াজিরির নেতৃত্বধীন বিশেষ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
উল্লেখ্য, ঘুষ নেওয়ার অভিযোগে ডিএসপি দেবেন্দ্র কুমার এবং স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানাকে সোমবার গ্রেফতার করে সিবিআই।
এদিন আইনজীবী অমরেন্দ্র শরণের আবেদনের জবাবে বিচারপতি ওয়াজিরি মামলার শুনানি আগামী ২৫ অক্টোবর ধার্য করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, সিবিআই ডিরেক্টরের বিরুদ্ধে করা আস্থানার অভিযোগের শুনানি ২৯ অক্টোবর হবে বলে জানিয়েছে হাইকোর্ট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ApoxrN

October 23, 2018 at 05:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top