নয়াদিল্লি, ১১ অক্টোবরঃ এবার ২২ গজেও লাগল #MeToo আন্দোলনের ছোঁয়া। শ্রীলঙ্কার সফল পেসার লাসিথ মালিঙ্গার বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ আনলেন অজ্ঞাতপরিচয় মহিলা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা জানিয়েছেন, আইপিএল চলাকালীন মুম্বইয়ের এক হোটেলে তাঁর শ্লীলতাহানি করেন শ্রীলঙ্কার এক বিখ্যাত ক্রিকেটার।
খেলোয়াড়টির নাম প্রকাশ না করে টুইটে বলা হয়েছে, ‘আমি নিজের পরিচয় গোপন রাখতে চাই। কয়েক বছর আগে মুম্বইয়ের এক হোটেলে এক বন্ধুকে খুঁজতে গিয়ে হঠাত্ আইপিএল-এ অংশগ্রহণকারী শ্রীলঙ্কার এক বিখ্যাত ক্রিকেটারের সঙ্গে দেখা হয়ে যায়। তিনি জানান, আমার বন্ধু ওঁর ঘরে আছেন। কিন্তু ওঁর ঘরে ঢুকে বন্ধুর দেখা পাই না। ওই ক্রিকেটার তখন আমাকে খাটে ঠেলে ফেলে আমার মুখের উপর চড়ে বসার চেষ্টা করেন।’
মালিঙ্গা ২০৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩০৬ উইকেট এবং ৬৮টি টি২০ ম্যাচে ৯০ উইকেট পেয়েছেন। এছাড়া ৩০টি টেস্ট ম্যাচে পেয়েছেন ১০১ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল-এর দশটি মরশুমে খেলেন মালিঙ্গা। ১১০টি আইপিএল ম্যাচে তিনি পেয়েছেন ১৫৪টি উইকেট।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Cc7IlA
October 11, 2018 at 08:43PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন