ব্লকড ১২ হাজারেরও বেশি ওয়েবসাইট, তবুও লিক ‘2.0’

মুম্বই, ২৯ নভেম্বরঃ দেশজুড়ে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সুপারস্টার রজনীকান্ত-‘খিলাড়ি’ অক্ষয় কুমারের ‘2.0’। প্রথম থেকেই এই ছবি ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। আগাম বুকিং এর পাশাপাশি সপ্তাহের মাঝেও ভিড় উপচে পড়ে সিনেমা হলে। তবে মুক্তির আগেই লিক হয়ে গেল, ‘2.0’। ২০১০ সালের রজনীকান্ত ও ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘এনথিরন’ ছবির সিক্যুয়াল এই ‘2.0’।

তামিল রকার্স নামের এক পাইরেটেড ওয়েবসাইটে লিক হয়ে গেল ‘2.0’। উল্লেখ্য, রিলিজের আগে পাইরেসি রুখতে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ‘2.0’-র প্রযোজক সংস্থা লাইকা প্রোডাকশনস। আবেদনের ভিত্তিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ১২ হাজার পাইরেটেড ওয়েবসাইট ব্লকের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
তা সত্ত্বেও ‘2.0’-র লিক হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

পিটিআই রিপোর্ট অনুযায়ী, আবেদনে হাইকোর্টকে জানানো হয়েছিল, ‘ব্লক হলেও মিরর ওয়েবসাইট বানিয়ে পাইরেসি করায় ওই ওয়েবসাইটটি।’ মোট ১২,৫৬৪টি সন্দেহজনক ওয়েবসাইট বন্ধের আবেদন করেছিল প্রযোজক সংস্থা।
৫৮৩ কোটি টাকা ব্যায়ে তৈরি হয়েছে ‘2.0’।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DSjmTv

November 29, 2018 at 04:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top