কলকাতা, ৩১ অক্টোবরঃ ভোটার তালিকায় নাম তোলার সময়সীমা বাড়ানো হল আরও ১৫ দিন। নির্বাচন কমিশনের তরফে বুধবার জানিয়ে দেওয়া হল, ১৫ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকায় নাম তোলার সুযোগ পাওয়া যাবে। এর মধ্যে ভোটার তালিকায় কিংবা ভোটার কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করে নিতে পারবেন ভোটাররা।
১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ। যা শেষ হওয়ার কথা ছিল আজ। তবে উৎসবের মরশুমে কাজের দিন কম থাকায় কিছুটা ব্যাহত হয়েছে সংশোধনের কাজ। তাই তালিকা সংশোধনের জন্য সময় বাড়ানোর দাবি জানিয়েছিল রাজ্য বামফ্রন্ট। সেই আবেদন দিল্লিতে পাঠানো হয় বলে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে খবর। জানা গিয়েছে, সেই আবদনটি বিচার করে জাতীয় নির্বাচন কমিশন সময় বাড়ানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। পাশাপাশি এবার ভোটার তালিকা সংশোধনীতে যোগ হচ্ছে নতুন সিস্টেম। ভোটার তালিকায় নাম তুলতে এবার ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টালের মাধ্যমে অনলাইনেও আবেদন করতে পারছেন নাগরিকরা। ন্যাশনাল ভোটার্স সার্ভিসেস পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদনের পর প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হচ্ছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qknOCa
October 31, 2018 at 10:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন