নয়াদিল্লি, ২১ নভেম্বরঃ অমৃতসর হামলার ছক তৈরি হয়েছিল লাহোরে। জানা গিয়েছে, জার্মানি এবং কানাডায় বসবাসকারী কয়েকজন শিখ ব্যক্তি এই হামলার পরিকল্পনা করেছিল।
নিরাপত্তা আধিকারিকদের ধারণা পঞ্জাবে ফের একবার সন্ত্রাস ছড়ানোর লক্ষ্যেই এই হামলা করা হয়েছিল। মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠক বসে। সেখানে বিস্ফোরণের বিভিন্ন কারণ খতিয়ে দেখা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবা, পঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল সুরেশ আরোরা এবং গোয়েন্দা বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা। তবে দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়েও চিন্তার কোনো কারণ নেই বলে নিরাপত্তা আধিকারিকদের তরফে জানানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PGxer5
November 21, 2018 at 12:58PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন