কলকাতা, ৩০ নভেম্বরঃ চলে গেলেন প্রখ্যাত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব বিপ্লবকেতন চক্রবর্তী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। একসময়ের জনপ্রিয় ধারাবাহিক ‘চুনি-পান্না’-র দৌলতে বাঙালিদের ঘরে ঘরে তাঁর নামই হয়ে গেছিল ‘চুনি’। আজ ভোর ৪টে নাগাদ মেয়ে বিদীপ্তা চক্রবর্তীর ঢাকুরিয়ার বাড়িতে মারা যান তিনি।
দীর্ঘদিন ধরে ভুগছিলেন ডিমেনশিয়াতে। শেষদিকে অ্যালজাোইমার্সের লাস্ট স্টেজে পৌঁছে গেছিলেন। এছাড়া ছিল লিভারের সমস্যাও। তাঁর পরিচালিত বাঘু মান্না এক অনবদ্য সৃষ্টি। তাঁর নাট্যজীবন শুরু চেনতা নাট্যগোষ্ঠীর সঙ্গে। পরে থিয়েটারওয়ালা নামে নিজের দল তৈরি করেন। তাঁর হাতেই অভিনয়ে হাতে খড়ি তাঁর তিন কন্যা সুদীপ্তা, বিদীপ্তা ও বিদিশার। নাটক ছাড়াও সিনেমা ও সিরিয়ালে অভিনয় করেও দর্শকমনে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ টলি পাড়া।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E4DJgT
November 30, 2018 at 01:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন