রাইপুর, ১৮ নভেম্বরঃ ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীদের ছোঁড়া আইইডি বিস্ফোরণে গুরুতর জখম নিরাপত্তা বাহিনীর ৩ জওয়ান। আশঙ্কাজনক অবস্থায় আহত ৩ জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
সুকমা পুলিশ সুপারিনটেন্ডেন্ট অভিষেক মিনা জানান, রবিবার নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সুকমা জঙ্গলে তল্লাশি অভিযানে নামেন। অভিযান চলাকালীন মাওবাদীরা অতর্কিতে হামলা চালায়। শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। পরিস্থিতি বেগতিক দেখে নিরাপত্তারক্ষীদের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ঘটনায় গুরুতর জখম হন ৩ জওয়ান।
ছত্তিশগড় নির্বাচনের প্রথম দফার ভোটের আগে ও ভোটের দিনেও একের পর এক হামলা চালিয়েছে মাওবাদীরা। ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোট। মনে করা হচ্ছে, দ্বিতীয় দফার ভোটপর্ব বানচাল করতেই মাওবাদীদের এই হামলা। তবে দ্বিতীয় দফায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে বদ্ধপরিকর কমিশন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জাতীয় নির্বাচন কমিশন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QY3lPC
November 18, 2018 at 10:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন