নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে কেন্দ্রকে আক্রমণ মমতার নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে কেন্দ্রকে আক্রমণ মমতার কলকাতা ও নয়াদিল্লি, ৮ নভেম্বরঃ নোট বাতিলের দ্বিতীয় বর্ষপূর্তিতে ফের কেন্দ্র তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে টুইটারে ৮ নভেম্বরকে ব্ল্যাক ডে বলে উল্লেখ করে মমতা লেখেন, ‘আজ নোটবাতিল বিপর্যয়ের দ্বিতীয় বর্ষপূর্তি। আমি তখনই বলেছিলাম এটা একটা বিপর্যয়। বিশিষ্ট অর্থনীতিবিদ, সাধারণ মানুষও এখন একথা স্বীকার করছেন।’ মমতা আরও বলেন, ‘নোটবাতিল দুর্নীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের সঙ্গে প্রতারণা করেছে। দেশের অর্থনীতি সহ অসংখ্য মানুষের জীবন নষ্ট করেছে। যারা এটা করেছে মানুষ তাদের শাস্তি দেবে।’ ২০১৬ সালে ৮ নভেম্বর থেকে দেশজুড়ে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম থেকেই এর বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, নোট বাতিলের সমর্থনে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, দেশের অর্থনীতির সংস্কারের জন্য ঝাঁকুনির দরকার ছিল। from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z0e056 November 08, 2018 at 12:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন