নয়াদিল্লি, ২০ নভেম্বরঃ দল ছাড়লেন বিজেপি-র বিতর্কিত বিধায়ক জ্ঞানদেব আহুজা। বিজেপি ছাড়ার কথা ঘোষণা করে আহুজা বলেন, আলওয়ার জেলায় তাঁর কেন্দ্র রামগড়ে তাঁর পরিবর্তে সুখবন্ত সিংকে প্রার্থী করা হয়। তিনি সাঙ্গানের কেন্দ্র থেকে প্রার্থী হতে চেয়েছিলেন। তাঁর সেই দাবিও দলের তরফে মানা হয়নি। তাই তিনি দল ছাড়ছেন। আহুজা আরও বলেন, ‘আমার সঙ্গে কোনও আলোচনা না করেই প্রার্থী তালিকা থেকে আমার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাদ দেওয়ার কারণও আমাকে জানানো হয়নি।’ দলের প্রদেশ সভাপতি মদনলাল সাইনিকে নিজের পদত্যাগপত্র তিনি পাঠিয়েছেন। সেই সঙ্গে সাঙ্গানের কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে লড়ার কথাও তিনি ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zrDOYn
November 20, 2018 at 12:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন