মুম্বাই, ১৬ নভেম্বর- বিশ্বনেতাদের বৈঠকে যেমন নিরাপত্তাবলয় তৈরি করা হয়, বলিউড তারকা দীপিকা-রণবীরের বিয়ের পিঁড়ি ঘিরেও ছিল এটা। তা সত্ত্বেও পাপারাজ্জিদের কাছে হেরে গেলও তাদের নিরাপত্তা বেষ্টনি! গতকাল (১৪ নভেম্বর) আল্পস পর্বতমালার পাদদেশে ইতালির লোম্বার্ডি শহরের নয়নাভিরাম লেক কোমোতে কঙ্কানি রীতিতে তাদের চার হাত এক করে দিয়েছে দুই পরিবার। এরপরই আরও একটি আনুষ্ঠানিকতার জন্য তারা লেকের নৌবহরে উঠতে যান। তখনই পাপারাজ্জি ভিডিওটি ধারণ করে। এতে দেখা যায়, দীপিকা লাল বেনারসি পরেছেন। রণবীরের শরীরের সাদা শেরওয়ানি জাতীয় পোশাক। তাদের আড়াল করতে ছাতার ব্যবহার করা হলেও বিষয়টি এড়ানো যায়নি। এদিকে একদিন পর আজ সন্ধ্যায় আবার দ্বিতীয় বিয়ে হবে। এবারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে সিন্ধি রীতিতে। এদিকে জানা যায়, বিয়ের আয়োজনে অতিথি ছিলেন ৩০-৪০ জন। প্রথমদিন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে মণ্ডপ সাজানো হয় সাদা ফুলে। ভেন্যু সাজানোর জন্য ইতালির ফ্লোরেন্স থেকে এসেছিলেন ১২ জন। চিরকাল একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করার পর বর-কনে অতিথিদের নিয়ে অংশ নেন মধ্যাহ্নভোজে। মেন্যুতে ছিল দক্ষিণ ভারতীয় খাবার। যেমন ভাত ও দোসা। সুইজারল্যান্ড থেকে আনা শেফ রান্না করেছেন বিয়ের কেক ও সুস্বাদু মিষ্টান্ন খাবার। এর আগে গত ১২ নভেম্বর তাদের বাগদান অনুষ্ঠান হয়। এরপর সংগীত ও মেহেদির আয়োজন ছিল দুটি ভিন্ন ভেন্যুতে। রণবীর ছিলেন জাঁকজমকপূর্ণ কাস্তা ডিভা রিসোর্টে। জানা গেছে, ইতালি থেকে ভারতে ফিরে আগামী ২১ নভেম্বর বেঙ্গালুরুতে আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য পার্টি দেবেন ৩৩ বছর বয়সী রণবীর ও ৩২ বছরের দীপিকা। এরপর ২৮ নভেম্বর মুম্বাইয়ে হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে ২ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে দীপিকার বাড়িতে ঐতিহ্যবাহী নন্দী পূজার আয়োজন করা হয়। হবু বর-কনের জন্য দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোন নিজেদের ঐতিহ্য মেনে এই পূজা দেন। গত ২১ অক্টোবর বিয়ের তারিখ ঘোষণা করেন দীপবীর। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি কার্ডে তারা লিখেছেন, পরিবারের আশীর্বাদ নিয়ে খুব আনন্দের সঙ্গে আমরা জানাচ্ছি, ২০১৮ সালের ১৪ ও ১৫ নভেম্বর আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বছরের পর বছর আমাদের ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই সবাইকে। একইসঙ্গে সবার আশীর্বাদ চাই। আমরা ভালোবাসা, বিশ্বস্ততা, বন্ধুত্বপূর্ণ মনোভাব নিয়ে চিরকাল একসঙ্গে থাকার জন্য নতুন অধ্যায় শুরু করছি। সঞ্জয়লীলা বানসালির গোলিও কা রাসলীলা রাম-লীলার পর বাজিরাও মাস্তানি ও পদ্মাবত ছবিতে অভিনয় করেন এই নবদম্পতি। এছাড়া দীপিকার ফাইন্ডিং ফ্যানি ছবিতে অতিথি চরিত্রে ছিলেন রণবীর। এমইউ/০৮:৫১/১৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q30NSO
November 16, 2018 at 02:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top