কলকাতা, ২০ নভেম্বর- আসন্ন লোকসভা ভোটে তৃণমূলের টার্গেট রাজ্যের ৪২টি আসন দখল৷ সেই লক্ষ্যে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পক্ষ থেকে আগামী ১৯ জানুয়ারি ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়৷ সেই সমাবেশকে সফল করতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি বর্ধিত সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি সহ অন্যান্য নেতৃত্ব৷ এদিনের সভা থেকে আগামী ১৯ জানুয়ারি ব্রিগেডের সমাবেশকে সফল করতে দেওয়াল লিখনের প্রস্তুতি নেওয়া হয়। প্রতিটি ব্লক নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয় বুথ স্তর পর্যন্ত প্রচার শুরু করার। নতুন বছরের প্রথমেই ব্রিগেডে সমাবেশ করবে তৃণমূল। সেই সমাবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে। কাউকে ক্ষুদ্র বলে নয় সবাইকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে দল সূত্রে খবর৷ তবে থেমে নেই রাজ্যের অন্যতম দুটি বিরোধী দল সিপিএম ও বিজেপি৷ ব্রিগেড সমাবেশের জন্য তারাও কোমর বাঁধতে শুরু করে দিয়েছে৷ একে/০৬:১০/২০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2TpGYEa
November 21, 2018 at 12:09AM
20 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top