জোট গঠনের পথে কংগ্রেস-মুফতি-ওমর আবদুল্লাঃ সূত্র

শ্রীনগর, ২১ নভেম্বরঃ বিজেপিকে হারাতে কংগ্রেসের সমর্থন নিয়ে জম্মু-কাশ্মীরের চিরপ্রতিদ্বন্দ্বী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লা রাজ্যে সরকার গঠনের জন্য জোট গঠন করতে পারেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্ব মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সঙ্গে জোট সমর্থন করেছে এবং ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স তাঁকে বাইরে থেকে সমর্থন করতে পারে। তিন পক্ষের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই জোট তৈরি হলে বিজেপির সরকার গঠনের লক্ষ্যকে কোণঠাসা করা যাবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

জম্মু ও কাশ্মীরের বিধানসভায় ৮৭ সদস্যের মধ্যে পিডিপির ২৮ জন বিধায়ক, কংগ্রেসের ১২ জন এবং ন্যাশনাল কনফারেন্সের ১৫ জন বিধায়ক আছেন। যা তাঁদের সংখ্যাগরিষ্ঠ আসন অর্থাৎ ৪৪ টির চেয়েও বেশি। আজ বা আগামীকাল প্রত্যাশিত এই ঘোষণা সামনে আসবে বলেই খবর।

শীর্ষস্থানীয় একজন পিডিপি নেতা দল ছেড়ে থার্ড ফ্রন্ট গঠনের লক্ষ্যে জম্মু ও কাশ্মীরের পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ গনি লোনের সঙ্গে যোগদানের হুমকি দেওয়ার ঠিক একদিন পরেই এই প্রতিবেদনটি উত্থাপিত হয়েছে।

পিডিপি এবং ন্যাশনাল কনফারেন্সের বিজেপিকে রোখার জন্য জোট গঠনের খবরে বাগ বলেন, ‘‌এটি একক ধর্মের জোট হবে। জম্মু এটা পছন্দ করবে না, লাদাখ রাজ্যের অংশ থাকবে না। এটি রাজ্যকে ত্রিমুখী বিভেদের দিকে নিয়ে যাবে।’‌

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2DRLHtT

November 21, 2018 at 05:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top