বিশ্বনাথে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

55666বিশ্বনাথ প্রতিনিধি :: অবৈধভাবে সরকারি জায়গার গাছ কাটা বন্ধ করতে ও ইতিমধ্যে গাছ কর্তনকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যবস্থা ও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে সোমবার দুপুরে সম্পন্ন হয়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা। ড্রাগ লাইসেন্স বিহীন থাকা ফার্মেন্সীর মালিক এবং ভূয়া ডিগ্রিদারি ডাক্তারদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রাখার দাবী উত্তাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, থানার এসআই সুলতান উদ্দিন, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ, পল্লী বিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, ফজল খান, কামাল মুন্না, নবীন সোহেল,।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রণধীর চন্দ্র ধর, পল্লীবিদ্যুৎ সমিতি বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, ব্লাস্টের উপজেলা কো-অর্ডিনেটর গীতা রাণী মোদক প্রমূখ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2DimYxP

November 12, 2018 at 02:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top