মাদ্রিদ, ০৪ নভেম্বর- রিয়াল ভাইয়াদলিদের দুটি শট বাধা পেল ক্রসবারে। এর কিছুক্ষণ পর আত্মঘাতী গোলে এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। শেষ দিকে পেনাল্টি থেকে মিলল আরেকটি গোল। তাতেই লা লিগায় পাঁচ ম্যাচ পর স্বস্তির জয়ের দেখা পেল স্পেনের সফলতম ক্লাবটি। সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার স্থানীয় সময় বিকালে লিগের ম্যাচটি ২-০ গোলে জেতে রিয়াল। হুলেন লোপেতেগির ছাঁটাইয়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাওয়া সান্তিয়াগো সোলারির অধীনে বেশ ভালোভাবেই এগিয়ে চলেছে রিয়াল। গত বুধবার কোপা দেল রেতে তৃতীয় সারির ক্লাব মেলিয়ার মাঠ থেকে জয় নিয়ে ফেরে তারা। আর এবার লিগে কাটাল জয় খরা। এর আগে লিগে সবশেষ তারা জিতেছিল গত ২২ সেপ্টেম্বর, এস্পানিওলের বিপক্ষে। ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম সুযোগ কাজে লাগাতে পারেনি রিয়াল। বাঁ দিক থেকে মার্কো আসেনসিওর পাস ধরে ডি-বক্সে ঢুকে করিম বেনজেমার কোনাকুনি শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। সাত মিনিট পর গ্যারেথ বেলের লাফিয়ে নেওয়া হেড রুখে দেন গোলরক্ষক। খানিক পর ছোট ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষক বরাবর হেড করেন বেনজেমা। ৩৩তম মিনিটে অফসাইডের ফাঁদ ভেঙে দ্রুত এগিয়ে যাওয়া স্প্যানিশ ডিফেন্ডার আন্তোনিতো ডি-বক্সে একা বল পেয়ে লক্ষ্যভ্রষ্ট শট নেন। বেঁচে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই বেশ জমে ওঠে। ৫৬তম মিনিটে বেনজেমার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও লক্ষ্যে পৌঁছতে পারেনি, গোললাইনে রুখে দেন ডিফেন্ডার ফের্নান্দো কালেরো। ফিরতি বলে কাসেমিরোর শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন স্প্যানিশ গোলরক্ষক জর্দি মাসিপ। কয়েক মিনিটের ব্যবধানে ভাগ্যের জোরে দুবার বেঁচে যায় রিয়াল। ৫৮তম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে স্প্যানিশ মিডফিল্ডার রুবেন আলকারাসের শট গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিলেও ক্রসবার এড়াতে পারেনি। ৬৬তম মিনিটে একই জায়গা থেকে স্প্যানিশ মিডফিল্ডার আন্তোনিও ভিয়ার বুলেট গতির শটও লাগে ক্রসবারে। অবশেষে ৮৩তম মিনিটে সৌভাগ্যপ্রসুত গোলে এগিয়ে যায় রিয়াল। বদলি নামা ভিনিসিউস জুনিয়রের বাঁ দিক থেকে নেওয়া শটে বল ডি-বক্সে স্প্যানিশ ডিফেন্ডার কিকোর হাতে লেগে জালে জড়ায়। দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে বলে হাতও লাগিয়েছিলেন গোলরক্ষক মাসিপ। কিন্তু রুখতে পারেননি। ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে পানেনকা স্টাইলে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও রামোস। ডি-বক্সে ফরাসি ফরোয়ার্ড বেনজেমা ফাউলের শিকার হলে স্পটকিকের নির্দেশ দিয়েছিলেন রেফারি। ১১ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭। ভাইয়াদলিদের পয়েন্ট ১৬। আগের ম্যাচে অবনমন অঞ্চলে থাকা লেগানেসের মাঠে ১-১ গোলে ড্র করা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২০। আর/০৮:১৪/০৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2znjtT0
November 04, 2018 at 03:35PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন