মুম্বাই, ১৪ নভেম্বর- অবশেষে বিয়ে হয়ে গেল দীপিকা পাড়ুকোন-রণবীর সিংয়ের। মঙ্গলবার ইতালির লেক কোমার ভিলা দেল বালাবিয়ানে গাঁটছড়া বাঁধলেন এই তারকা জুটি। খবর এএনআইয়ের। তবে এখন পর্যন্ত বিয়ের কোনো ছবি বাইরে আসেনি। যদিও বিয়ের ছবি যাতে কোনওভাবেই বাইরে প্রকাশ না পায় সেই জন্য আসরে মোবাইল নিয়ে যাওয়ার অনুমতি ছিল না। সূত্রের খবর, বিয়ের আসরে উপস্থিত ছিলেন দুজনের পরিবারের কাছের আত্মীয় ও সদস্যরা। দুই পরিবারের ৩০ থেকে ৪০ জন আত্মীয়ের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ে। সন্ধ্যায় সেখানে যাওয়ার কথা রয়েছে বলিউড বাদশা শাহরুখ খান ও পরিচালক সঞ্জয়লীলা বানশালির। আগামীকাল সিন্ধি মতে আবারও বিয়ে হবে তাঁদের। এরপর দেশে ফিরে মুম্বাইতে হবে বড় আকারে রিসেপশন। আরএস/ ১৪ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2z8s1hp
November 15, 2018 at 02:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top