প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে দেওয়া যাবে না হোমওয়ার্ক, স্কুলব্যাগের ওজন হবে নির্দিষ্ট

নয়া দিল্লি, ২৭ নভেম্বরঃ স্কুলগুলির জন্য নতুন নির্দেশ জারি করল কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর। নয়া নির্দেশে বলা হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের দেওয়া যাবে না কোনও হোমওয়ার্ক। পাশাপাশি তাদের স্কুলব্যাগের ওজন যাতে নির্ধারিত সীমা অতিক্রম না করে সেদিকে নজর রাখতে হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে এই সংক্রান্ত গাইডলাইন তৈরি করারও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, ‘ভারত সরকারের নির্দেশ অনুযায়ী স্কুলব্যাগের ওজন ও কোন ক্লাসে কোন বিষয় পড়ানো হবে তা নির্ধারণ করতে হবে।’

সরকারি নির্দেশে বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়াদের স্কুলব্যাগের ওজন যেন কোনওভাবেই ১.৫ কেজির বেশী না হয়। পাশাপাশি, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাগের সর্বোচ্চ ওজনসীমা ধার্য করা হয়েছে ৩ কেজি। এছাড়াও নতুন নির্দেশ অনুযায়ী, এনসিইআরটি-র নিয়ম মেনে স্কুলগুলি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে অঙ্ক ও ল্যাঙ্গুয়েজ এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীতে অঙ্ক, ল্যাঙ্গুয়েজ ও পরিবেশ বিজ্ঞান পড়াতে পারবে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FVd883

November 27, 2018 at 01:30PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top