নেপলস, ০৭ নভেম্বর- প্রতিপক্ষের মাঠে শুরুতে এগিয়ে যাওয়া পিএসজি ব্যবধান ধরে রাখতে পারেনি। পেনাল্টি থেকে নাপোলি কাঙ্ক্ষিত গোল পাওয়ায় দুই দলের ফিরতি লেগের ম্যাচটিও ড্রয়ে শেষ হয়। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে সি গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। পিএসজির মাঠে প্রথম লেগ ২-২ ড্র হয়েছিল। নাপোলির কাছে ইউরোপীয় প্রতিযোগিতায় অজেয় থাকল পিএসজি। দুই দলের আগের তিন দেখায় ফরাসি চ্যাম্পিয়নদের জয় একটি; বাকি দুটি ড্র। ৪৫তম মিনিটে সতীর্থের বাড়ানো বল বুটের টোকায় একটু ওপরে তুলে লরেন্সো ইনসিনিয়ের নেওয়া ভলি লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় নাপোলি সমর্থকদের। প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় পিএসজি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল ধরে কিলিয়ান এমবাপের ছোট পাস ডি-বক্সে পেয়ে যান হুয়ান বের্নাত। স্পেনের এই ডিফেন্ডারের পড়িমরি করে নেওয়া শট ঠিকানা খুঁজে পায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সমতায় ফিরতে পিএসজির রক্ষণে প্রচণ্ড চাপ দেয় নাপোলি। ৫১তম মিনিটে ড্রিস মের্টেন্সের শট কর্নারের বিনিময়ে ফেরান জানলুইজি বুফ্ফন। দুই মিনিট পর মের্টেন্সের চিপ শেষ মুহূর্তে ফিস্ট করে ফিরিয়ে পিএসজির ত্রাতা তিনি। একটু পর ইনসিনিয়ে থেকে বল কায়েহনের পা হয়ে পেয়ে যান মারিও রুই। পর্তুগালের এই ডিফেন্ডারের সাইড ভলি আটকে দেন পিএসজি জার্মান ডিফেন্ডার টিলো কেরার। ৬৩ তম মিনিটে স্পট কিকে নাপোলিকে সমতায় ফেরান ইনসিনিয়ে। বলের লাইনে ঝাঁপিয়ে পড়েও ইতালিয়ান ফরোয়ার্ডের শট আটকাতে পারেননি বুফ্ফন। ডি-বক্সের মধ্যে হোসে কায়েহন ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়াকে তুলে নিয়ে ফরোয়ার্ড এদিনসন কাভানিকে ৭৬তম মিনিটে নামান পিএসজি কোচ। ৮৪তম মিনিটে কেরারকে বল বাড়িয়ে ফিরতি পাস থেকে এমবাপের নেওয়া শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে গেলে সমতায় শেষ হয় ম্যাচ। চার ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাপোলি। সমান ৬ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্রুপের অন্য ম্যাচে রেড স্টার বেলগ্রেডের কাছে ২-০ গোলে হারা লিভারপুল। ৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা রেড স্টারও ভালোমতোই টিকে আছে নক আউট পর্বে ওঠার লড়াইয়ে। আর/০৮:১৪/০৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PNc75q
November 07, 2018 at 02:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top