রমরমিয়ে শহরে চলছে ভেজাল দুধের কারবার, ধৃত তিন

কলকাতা, ১৬ নভেম্বরঃ একের পর এক ভেজাল চক্র। এবার সামনে এল ভেজাল দুধের কারবার। বৃহস্পতিবার রাতেই কলকাতার শিয়ালদা এলাকার ১৫৭ বৈঠকখানা রোড থেকে এই চক্রে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হল ধর্মেন্দ্র রায়, বিন্দেশওয়ারি রায় এবং আরও একজন। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩২১ লিটার তরল দুধ, ৫ কিলোগ্রাম সস্তা ডিটারজেন্ট, কেমিকেল, ২২ কিলোগ্রাম অ্যারারুট ও ১১ কিলোগ্রাম সস্তা মিল্ক পাউডার। এর আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

জানা গিয়েছে, সস্তার গুঁড়ো দুধের সঙ্গে ডিটারজেন্ট ও কেমিকেল মিশিয়ে তৈরি হচ্ছিল লিকুইড দুধ। শিয়ালদা এলাকার ১৫৭ বৈঠকখানা রোডে চলছিল এই চক্র। গোপন সূত্রে খবর পেয়ে গতরাতেই সেখানে হানা দেয় মুচিপাড়া থানার পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয় তিনজনকে। বাজেয়াপ্ত করা হয়েছে নকল দুধ তৈরির সামগ্রী।

এখান থেকেই দুধ নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হত। জানা গিয়েছে, ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। এই এলাকাতেই বাড়ি ভাড়া করে থাকত তারা। ভেজাল দুধের কারবারের ঘটনায় তদন্ত শুরু করেছে মুচিপাড়া থানার পুলিশ।

 

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FmXxxD

November 16, 2018 at 01:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top