লেবানন থেকে বাবু সাহাঃ লেবাননে বিষফোঁড়ায় অকালে প্রাণ হারাল প্রবাসী মোঃ মাসুদ।১৭ নভেম্বর শনিবার স্থানীয় সময় রাত ৭:৩০ ঘটিকায় বৈরুতের জাহারা হাসপাতালে এই রেমিটেন্স যোদ্ধা মৃত্যু বরন করেন।মৃত্যুকালে তার বয়স ছিল ২২ বছর।
মোঃ মাসুদের বন্ধু ইমরান মুঠোফোনে বাংলা টিভিকে জানায়, গত ৩ মাস আগে মাসুদের গলার ডান পাশে একটি ছোট ফোঁড়া হয়।ফোঁড়াটি ধীরে ধীরে বড় হতে থাকে।একপর্যায়ে ব্যথা সহ্য করতে না পেরে ফার্মেসী থেকে ঔষধ কিনে সেবন করতে থাকে।কিন্তু ব্যথা নিরাময় হচ্ছিল না।যতই দিন যাচ্ছিল, ফোঁড়ার আকার ধীরে ধীরে বড় হয়ে ক্ষতে পরিণত হল।পরে ২১ অক্টোবর ২০১৮ ইং তাকে জাহারা হাসপাতালে ভর্তি করে বৈরুত দূতাবাসকে অবগত করা হয়।পরে বৈরুত দূতাবাসের সহায়তায় চিকিৎসকরা তাকে চিকিৎসা দিয়ে আসছিল।অবশেষে আজ শনিবার রাতে সে না ফেরার দেশে চলে যায়।বর্তমানে তার লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
তার বাড়ী বাংলাদেশের ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউড়া থানার রানীখার গ্রামে।সে ২০১৬ সালে জীবিকার তাগিদে লেবাননে আসে।সে লেবাননের সিন-ইল-ফিল এলাকায় একটি কাঠের দোকানে চাকুরী করিত।তার বাবার নাম মোঃ আলতাফ আলী।৪ ভাই এর মধ্যে সে ছিল দ্বিতীয়।তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশীরা গভীর ভাবে শোকাহত।এদিকে তার মৃত্যুতে তার পরিবার সহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।তার ভাই বালাদেশ থেকে দূতাবাসের কাছে আকূল আবেদন জানিয়েছেন, যেন তার লাশ অতি দ্রুত বাংলাদেশে পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2OOIRXq
November 18, 2018 at 03:39AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন