কলকাতা, ১৭ নভেম্বর- অযথা হয়রানি করার মনোভাব রয়েছে- এমন অভিযোগে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে রাজ্যে ঢুকতে না দেওয়ার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। বিষয়টিতে সম্মতি রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। ১৯৮৯ সালে রাজ্যের তৎকালীন বামফ্রন্ট সরকার রাজ্যে তদন্ত করার ব্যাপারে যে সাধারণ সম্মতিপত্র দিয়েছিল তা শুক্রবার প্রত্যাহার করে নেয়ার নির্দেশ দিয়েছেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ সরকারের এক কর্তা বলেছেন, সিবিআই অযথা হয়রানি করার মনোভাব নিয়ে চলছে। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ভবিষ্যতে বিষয় সাপেক্ষে (কেস-টু-কেস) অনুমতি দেয়ার বিষয়টি রাজ্য বিবেচনা করবে বলে তিনি জানিয়েছেন। আরও বলা হয়েছে, এখন থেকে আদালতের নির্দেশে পরিচালিত তদন্ত ছাড়া অন্য কোনও তদন্তে সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া ঢুকতে পারবে না। তদন্তের প্রয়োজনে রাজ্যের কাছে আগাম অনুমতি চাইতে হবে। কিছুদিন আগে অন্ধপ্রদেশে এই ব্যবস্থা চালু হয়েছে। এর আগে রাজ্যের নানা সংস্থায় বিভিন্ন সময়ে সিবিআই অভিযান চালিয়ে রাজ্য সরকারকে হেনস্থা করছে বলেও অভিযোগ করেছিলেন মমতা। তবে মমতার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিজেপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলি। বিজেপির সর্বভারতীয় সম্পাদক রাহুল সিংহ বলেছেন, চোর, ডাকাত ছাড়া পুলিশকে কে ভয় পায়! সিবিআই-কে আটকানো অত সহজ নয়। দেশে আইন রয়েছে। সূত্র: বিডি প্রতিদিন এইচ/১২:৪০/১৭ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Q1uAeI
November 17, 2018 at 06:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top