বার্সেলোনার সবচেয়ে বড় তারকা তিনি। সেই সাথে দলের অধিনায়কও। সেই লিওনেল মেসিই চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন বেশ কিছু দিন। তার ফিরে আসার দিকে চেয়েছিল ক্যাটালান সমর্থকরা। সবার প্রত্যাশায় চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন তিনি। চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে খেলবেন মেসি। তবে ক্লাবের মেডিক্যাল টিম এখনো খেলার ছাড়পত্র দেয়নি আর্জেন্টাইন তারকাকে। এর আগে গত ২০ অক্টোবর স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে হাতে চোট পান মেসি। পরে তার ডান কবজির হাড়ে চিড় ধরা পড়ে। তখন ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছিল, তিন সপ্তাহের আগে মাঠে ফিরতে পারবেন না মেসি। তবে অনেকের আশঙ্কা মিথ্যে করে দিয়ে চোটে পড়ার ১১ দিন পরই গত বুধবার অনুশীলনে ফেরেন পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই তারকা। মেসি ছিটকে যাওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সা চার ম্যাচ খেলে সবগুলোই জিতেছে। সবচেয়ে বড় কথা হল, এর মধ্যে এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫-১ গোলে উড়িয়ে দেয় তারা। তথ্যসূত্র: বিডি২৪লাইভ আরএস/ ০৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PJbY31
November 06, 2018 at 09:17PM
06 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top