নয়াদিল্লি, ৫ অক্টোবরঃ বাজারে আসতে চলেছে স্বদেশি পোশাকের নতুন ব্র্যান্ড ‘পতঞ্জলি পরিধান’। সোমবার ধনতেরস উপলক্ষে বাবা রামদেব উদ্বোধন করতে চলেছেন ‘পতঞ্জলি পরিধান’-এর নতুন শোরুম। দিল্লির নেতাজি সুভাষ প্লেসে অবস্থিত এই শোরুমে গ্রাহকরা পেয়ে যাবেন পুরুষ, মহিলা ও শিশুদের জন্য আধুনিক ও সাবেকি পোশাকের বিপুল সম্ভার। আপাতত, ‘লিভফিট’, ‘আস্থা’, ও ‘সংস্কার’-এই তিনটি ব্র্যান্ডের পোশাক পাওয়া যাবে এই শোরুমে। মূলত ভারতীয় সংস্কৃতির কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে পোশাকগুলি। ভারতীয় নারীর সৌন্দর্যের চাবিকাঠি শাড়ি- এই ধারণাকে গুরুত্ব দিয়েই শোরুমে শাড়ি প্রাধান্য পেয়েছে। তবে শুধুমাত্র শাড়ি নয়, জিনস, কুর্তা-পাজামা সবকিছুই থাকছে রামদেবের এই স্টোরে। থাকছে ৩০০০-এর বেশি ভ্যারাইটি।
ইতিমধ্যেই পতঞ্জলি ব্র্যান্ডের তৈরি গৃহস্থালীর পণ্যদ্রব্যের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে। এবার বিদেশি ব্র্যান্ডগুলিকে সরিয়ে তাঁর স্বদেশি পতঞ্জলি ব্র্যান্ডের পোশাক ভারতীয় বাজারে রাজত্ব করবে বলেই আশাবাদী রামদেব। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচালক মধুর ভান্ডারকার ও আরও নামীদামি ব্যক্তিত্বরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2D1NXNU
November 05, 2018 at 05:15PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন