রাফায়েল নিয়ে মোদিকে বিতর্কে বসার চ্যালেঞ্জ রাহুলের

রায়পুর, ১৮ নভেম্বরঃ  সাড়ে চারবছর আগে লোকসভা ভোটের প্রচারে রাহুল গান্ধিকে খোলাখুলি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুড়তেন নরেন্দ্র মোদি। সেসময় কংগ্রেস ছিল ক্ষমতায়। বিজেপি প্রধান প্রতিপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এভাবে প্রকাশ্যে বিতর্ক সেদেশের রাজনৈতিক পরম্পরা হলেও ভারতের মতো সাংসদীয় গণতন্ত্রের সঙ্গে এহেন বাগযুদ্ধ খাপ খায় না। কিন্তু মোদি যেভাবে সাড়ে চারবছর আগে প্রকাশ্যে বিতর্কের ডাক দিতেন এবার সেই সুর শোনা যাচ্ছে  রাহুল গান্ধির গলায়। তিনি যখনই কোনো সাংবাদিক বৈঠকে যোগ দিচ্ছেন, তখনই বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিতর্কে বসার চ্যালেঞ্জ জানাচ্ছেন।

শনিবার ছত্তিশগড়ের অম্বিকাপুরে নির্বাচনি প্রচার সেরে সাংবাদিকদের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রীকে রাফায়েলের বিতর্ক ও সিবিআইয়ের গৃহযুদ্ধ নিয়ে ১৫ মিনিটের বিতর্কে বসার চ্যালেঞ্জ জানান। রাহুল বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি যেখানে খুশি, যখন খুশি আমার সঙ্গে ১৫ মিনিটের জন্য রাফায়েল নিয়ে বিতর্কে বসুন। আমি অনিল আম্বানি, হ্যাল, ফরাসি প্রেসিডেন্টের বিবৃতি ও যুদ্ধবিমানের দাম নিয়ে কথা বলব। প্রধানমন্ত্রীই যে রাফায়েল চুক্তিতে পরিবর্তন করেছিলেন, সেটা প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন। সেকথা আমি বলব। প্রধানমন্ত্রী পদ্ধতি অনুসরণ করেননি। সিবিআই অধিকর্তাকে রাত দুটোয় সরিয়ে দেওয়া হল। আমার প্রশ্নের জবাব প্রধানমন্ত্রী দিতে পারবেন না।’

গত চার বছর ধরে প্রধানমন্ত্রী একবারের জন্যও সাংবাদিক বৈঠক করেননি বলে অভিযোগ উঠেছে বিরোধি শিবিরের তরফে। সংবাদমাধ্যমে তিনি যে সাক্ষাৎকারগুলি দিয়েছেন সেগুলি সাজানো চিত্রনাট্য বলে দাবি বিরোধিদের। কংগ্রেস সভাপতি এর আগেও বলেছিলেন, প্রধানমন্ত্রীকে যদি তিনি রাফায়েল নিয়ে প্রশ্ন শুরু করেন, তাহলে তিনি সাংবাদিক বৈঠক ছেড়ে পালিয়ে যাবেন। তিনি কোনোদিনও খোলামেলা সাংবাদিক সম্মেলনে যোগ দেবেন না বলেও লন্ডনে গিয়ে অভিযোগ করেছিলেন রাহুল। ২০১৪-য় মোদি যেভাবে রাহুল, মনমোহন সিংকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়ে বিব্রত করতেন, ২০১৯-এর আগে ঠিক সেভাবেই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে চাপ বাড়াচ্ছেন কংগ্রেস সভাপতি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BftKCT

November 18, 2018 at 07:06PM
18 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top