কলকাতা, ০৮ নভেম্বর- মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত ছিল ধ্বংসাত্বক। বৃহস্পতিবার টুইটার বার্তায় এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ২০১৬-য় প্রধানমন্ত্রী নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে তিনি দিনটিকে কালো দিন হিসেবে বর্ণনা করেছেন। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজ নোটবাতিলের দ্বিতীয় বর্ষপূর্তির দিন। এটি কালো দিন। ঘোষণার সময় থেকেই তিনি এটা বলে আসছেন বলেও উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পরেই তিনি যেটা বলেছিলেন, এখন সেই মন্তব্যের সঙ্গেই সহমত হচ্ছেন নামকরা অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ, সবাই। নোট বাতিলের মাধ্যমে সরকার দেশকে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তকে বড় কেলেঙ্কারি বলেও অভিযোগ তৃণমূল নেত্রীর। এই সিদ্ধান্ত অর্থনীতিকে ধ্বংস করেছে। পাশাপাশি লক্ষ মানুষের জীবন-জীবিকার ওপরও প্রভাব ফেলেছে। যাঁরা এটা করেছেন, মানুষ তাঁদের শাস্তি দেবেন বলেও টুইটে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একে/০৪:৫০/০৮ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PKMxhj
November 08, 2018 at 10:49PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন