থামতেই চাচ্ছেন না বিরাট কোহলি। মাঝেমধ্যে গ্যাপও দিচ্ছেন না। মাঠে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন। ব্যাটকে তলোয়ার বানিয়ে বোলারদের কচুকাটা করছেন। একের পর এক ইতিহাস গড়ছেন। তো এত সাফল্য পাওয়ার নেপথ্যে কী? তা খোলসা করলেন খোদ ভারতীয় অধিনায়ক নিজেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। সিরিজ জয়ের লক্ষ্যে পঞ্চম ও শেষ ওয়ানডে খেলতে মঙ্গলবার সকালে কেরালায় পৌঁছে টিম ইন্ডিয়া। গিয়ে সেদিনই সতীর্থদের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন কোহলি। সেই অনুশীলনের ছবিও সোশ্যাল মিডিয়া টুইটারে প্রকাশ করেন ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো। এর ক্যাপশনেই সাফল্য পাওয়ার মূলমন্ত্রের কথা জানান তিনি। লেখেন- সারাদিন অনুশীলন, মেসেজ, রিকভারি পুল সেশন করেছি। পরে সুস্বাস্থ্যকর খাবার খেয়ে লম্বা ঘুম দিয়েছি। স্বর্গসুখ। এতেই ক্ষান্ত হননি কোহলি। বৃহস্পতিবার মাঠে গড়াবে খেলা। এর আগের দিনও (বুধবার) হালকা সেশন করেছেন। সঙ্গী ছিলেন কেদার যাদব। সেখানে হাস্যোজ্জ্বল দেখা যায় তাকে। এর ছবিও টুইটারে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন- আরেকটি সেশন শেষ করলাম। সতীর্থদের সঙ্গে সবসময় হাসো। প্রতিটি দিন সর্বোচ্চ উপভোগ করো। সিরিজটা দারুণ যাচ্ছে কোহলির। টানা তিন সেঞ্চুরি করেছেন তিনি। যে ইতিহাস আর কোনো ভারতীয়র নেই। ওয়ানডেতে দ্রুততম ১০ হাজার রানের রেকডর্ গড়েছেন। এখন পর্যন্ত সিরিজে সর্বোচ্চ রানশিকারি তিনিই। আর ২৯ বছর বয়সী ক্রিকেটার এসব সাফল্য পান ওপরের বিষয়গুলো সুচারুরূপে পালন করার জন্যই! তথ্যসূত্র: যুগান্তর আরএস/ ৩১ অক্টোবর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2JsZgjr
November 01, 2018 at 12:57AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন