দুবাই, ২০ নভেম্বরঃ ২০১৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে ভারত পাকিস্তান সঙ্গে মোট ছ’টি সিরিজ খেলবে। এই মর্মে দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল। সেই চুক্তি ভারত রক্ষা করতে পারেনি বলে ভারতের থেকে ৪৪৭ কোটি ক্ষতিপূরণ চেয়েছিল পাকিস্তান। আর সেই দাবিকেই খারিজ করে দিল আইসিসি।
শেষ তিনদিন ধরে এই নিয়ে শুনানি চলছিল আইসিসিতে। অভিযোগ করেছিল পাকিস্তান। অভিযোগ প্রমাণ হিসেবে একটি চিঠি জমা করেছিল। যে চিঠিতে বলা হয়েছিল, ভারত একাধিক সিরিজ খেলার কথা বলার পরেও পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে চায়নি। ফলে পিসিবির বিপুল অঙ্কের অর্থ ক্ষতি হয়েছে। সেই জন্যই বিসিআইয়ের উচিত সেই টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়া।
আইসিসির তরফে বলা হয়েছে ‘যে চুক্তির কথা পাকিস্তান বলছে, সেটি আর পাঁচটা মৌ-এর মতো নয়। এটি সামান্য একটি চিঠি মাত্র। সেই চিঠিতে বলা হয়েছে, ভারত পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে পারে, যদি কয়েকটি শর্ত পালন করা হয়। লাভ বণ্টনের বিশেষ মডেল ও ‘বিগ থ্রি কনসেপ্ট’ বিষয়ে আইসিসির বোর্ড মিটিংয়ে যদি পাকিস্তান ভারতের সমর্থনে ভোট করে, তাহলেই খেলা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zjtJwf
November 20, 2018 at 08:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন