ভুবনেশ্বর, ১৯ নভেম্বরঃ ওডিশার জাজপুর এলাকা থেকে উদ্ধার হল ১০টি কাটা হাত। রবিবার জাজপুরের কলিঙ্গ নগর থেকে এই কাটা হাতগুলি উদ্ধার হয়। পুলিশের অনুমান, ২০০৬ সালে পুলিশের গুলিতে মৃত আদিবাসীদের হাত এগুলি। সেই বছরের জানুয়ারি মাসে আদিবাসীরা কলিঙ্গ নগরে জোর করে জমি দখল করায় প্রতিবাদে নেমেছিলেন। তাঁদের দাবি ছিল, স্টীল প্ল্যান্টের জন্য তাঁদের কাছ থেকে জোর করে জমি নিয়ে নেওয়া হয়েছে।
জাজপুরের এসপি সিএস মিনা জানান, স্টীল প্ল্যান্ট সংলগ্ন একটি ক্লাবে মেডিকেল বাক্সে ৫ জোড়া হাত সংরক্ষণ করে রাখা ছিল। শনিবার রাতে বেশ কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ক্লাবঘরের জানলা ভেঙে ঢোকে এবং তারাই বাক্স থেকে হাতগুলি নিয়ে গিয়ে ক্লাবের কাছাকাছি জায়গায় পুঁতে দেয়। যদিও এ বিষয়ে কোনও অভিযোগ এখনও পর্যন্ত পুলিশের কাছে জমা পড়েনি। এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত, ২০০৬ সালের ঘটনায় কমপক্ষে ১৩ জন আদিবাসীর মৃত্যু হয়েছিল। চিকিৎসকরা ময়নাতদন্তের সময় দেহগুলি থেকে হাত কেটে বাদ দিয়েছিল। কারণ অনেক দেহই সনাক্ত করা যাচ্ছিল না, তাই আঙুলের ছাপ নেওয়ার জন্য হাত কাটতে হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতদের পরিবার ওই হাতগুলি তাঁদের প্রিয়জনের, তা মানতে অস্বীকার করেছে এবং ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছে। তবে ওই হাতগুলি কী করে ক্লাবের মধ্যে এল এবং কারাই বা সেগুলি বের করে পুঁতে দিল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2FvwJeJ
November 19, 2018 at 04:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন