ধোঁয়াশায় ঢাকা পড়ল রাজধানী, দূষণ নিরাপদ মাত্রার চেয়ে ২০ গুণ বেশি

নয়াদিল্লি, ৫ নভেম্বরঃ ধোঁয়াশায় ঢাকা পড়ল রাজধানী দিল্লি। সোমবার সকালে বিষবাষ্পে ভরে যায় দিল্লির বাতাস। বিশ্বস্বাস্থ্য সংস্থা(হু)-র নির্ধারিত নিরাপদ মাত্রার চেয়ে ২০ গুণ বেশি পার্টিকুলেট ম্যাটার ছিল দিল্লির ওখলা এলাকার বাতাসে।

জানা গিয়েছে, দীপাবলির দু’দিন আগে থেকে বাতাসের গুণগত মান কমে যাবে বলে আবহাওয়া অফিসের আধিকারিকরা সতর্ক করেছিলেন। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। বাতাসে দূষণকারী পার্টিকুলেট ম্যাটারের পরিমাণ ছিল ২.৫। এর উপর বুধবার দীপাবলি হওয়ায় সর্বত্র পুড়বে আতসবাজি। ফলে, বাতাস আরও দূষিত হওয়ার আশঙ্কা রয়েছে। ‘হু’-এর মতে, দিল্লির বাতাসের গুণগত মান বিশ্বে সবথেকে খারাপ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qvd5oK

November 05, 2018 at 05:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top