জর্জিয়া, ১০ নভেম্বর- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ এ ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়নে স্টেট সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। গত বাছাই পর্ব নির্বাচনে এই আসনে তিনি ৩৪ হাজার ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির কার্ট থমসন। তিনি পেয়েছিলেন ১ হাজার ৮৮৫ ভোট। এ আসনে রিপাবলিকান পার্টির কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জর্জিয়ার ইতিহাসে তিনিই প্রথম ও একমাত্র বাংলাদেশি যিনি জর্জিয়া স্টেট সিনেটে যাবার গৌরব অর্জন করলেন। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাসিন্দা শেখ মোজাহিদুর রহমান রিপাবলিকান পার্টির হাউস ককার্স চেয়ারম্যান ম্যাট হেচেটের সাথে লরেন্স, উইয়িলকিন্স ও থান্ডুলেন কাউন্টিতে জর্জিয়া স্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী হিসেবেও ২০১২ সালে একবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেখানে তিনি স্বল্প ভোটের ব্যবধানে হেরে গিয়েছিলেন। আর/০৮:১৪/১০ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FdJR83
November 10, 2018 at 02:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top