ইটানগর, ৩০ নভেম্বরঃ প্রসব যন্ত্রণায় কাতর এক মহিলাকে সাহায্য করে নজির গড়লেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) বি ডি মিশ্র। জানা গিয়েছে, যন্ত্রণাকাতর ওই মহিলাকে সাহায্যের জন্য নিজের হেলিকপ্টারে হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করেন তিনি। এমনকি হেলিকপ্টারে সমস্যা দেখা দিলে অপর এক হেলিকপ্টারে তাঁকে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেন তিনি।
তাওয়াঙের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর সঙ্গে এক বিধায়কের কথোপকথন শুনতে পান রাজ্যপাল মিশ্র। ওই বিধায়ক মুখ্যমন্ত্রীকে জানান, স্থানীয় ওই গর্ভবতী মহিলার বিষয়ে। গোটা বিষয়টি জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসেন রাজ্যপাল। ইটানগরের একটি হাসপাতালে ওই মহিলা সন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গিয়েছে। মা ও সন্তানকে শুভেচ্ছা জানিয়েছেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল বি ডি মিশ্র।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Q8YcI8
November 30, 2018 at 04:51PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন